নারায়ণগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ এনে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বাবা। মেয়েটি এখন হাসপাতালে ভর্তি। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
অভিযোগে বলা হয়, রাতে টয়লেটে যাওয়ার সময় মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রক্তক্ষরণ হলে মেয়েটিকে ফেলে পালিয়ে যান সন্দেহভাজন যুবক। গুরুতর অবস্থায় মেয়েটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকার। চতুর্থ শ্রেণির ওই শিশুটির বাবা রোববার ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘শিশুটির বাবা প্রতিবেশী যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।’
অভিযোগ বলা হয়েছে, শনিবার রাত ১০টার দিকে তার মেয়ে টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী যুবক তাকে ধর্ষণ করে ফেলে যায়। রাত ১টার দিকে জ্ঞান ফিরলে শিশুটি তার পরিবারকে সব খুলে বলে।
শিশুটির মা নিউজবাংলাকে বলেন, ‘আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছি। তার অবস্থা খুবই খারাপ।’
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, ‘শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষণের আলামত সংগ্রহে পরীক্ষা করা হবে।’