মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) ও রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন বাবুল।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।
তবে এ নিয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি সাইফুর রহমান বাবুলকে।
বাবুল আগের কমিটিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে নতুন কমিটিতে পদ হারান তিনি।
এর আগে ২০১৫ সালের পৌরসভা নির্বাচনেও মেয়র পদের জন্য মনোনয়ন কিনেছিলেন বাবুল। সেই বার মনোনয়ন না পেলেও তা মেনে নিয়েছিলেন। দলের হয়ে লড়ে সেই বার মেয়র হয়েছিলেন ফজলুর রহমান।
এবারও মনোনয়ন না পাওয়ায় বাবুল স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়াতে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি সরে দাঁড়ালেন।
তৃতীয় ধাপের নির্বাচনে এই পৌরসভার মেয়র পদের জন্য এখন লড়াই হবে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং জেলা বিএনপির সদস্য অলিউর রহমানের মধ্যে।
সোমবার প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে প্রার্থীদের নির্বাচনি প্রচার। ব্যালটের মাধ্যমে ভোট হবে ৩০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা মামুনুর জানান, শনিবার প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দাঁড়ানো সৈয়দ মমসাদ আহমদ।