বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমি ভিক্ষুক হয়ে ভোট নিয়েছি, ভিক্ষুক হয়েই থাকব’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ জানুয়ারি, ২০২১ ২১:১৪

নিজের প্রতিশ্রুতির পাশাপাশি মেয়র, পৌরবাসীকে সুনাগরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা বাড়ির সামনের জায়গা অপরিষ্কার করবেন না, বাড়ির সামনের নর্দমা বন্ধ করবেন না। তাহলে পৌরসভার পক্ষে সব পরিষ্কার রাখা সম্ভব হবে না। নিজেদের পরিবেশ রক্ষায় নিজেকেই ভূমিকা রাখতে হবে।’

ভোটারদের কাছে ভিক্ষুক হয়েই থাকতে চান বলে জানিয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

রোববার ফরিদপুর পৌরসভা চত্বরে মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ভিক্ষুক হয়ে ভোট নিয়েছি, ভিক্ষুক হয়েই থাকব।’

নতুন মেয়র বলেন, ‘অতীতে অনেককে দেখেছি ভিক্ষুক হয়ে ভোট নিয়ে মালিক হয়ে গেছেন। কিন্তু আমি সব সময় আপনাদের সেবক হয়ে থাকতে চাই।’

অনুষ্ঠানে সাবেক মেয়র শেখ মাহাতাব আলীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন অমিতাভ বোস।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

পৌরসভায় এসে প্রতিটি নাগরিক যেন মনের কথা বলতে পারেন তা নিশ্চিত করাই লক্ষ্য জানিয়ে মেয়র অমিতাভ বলেন, ‘আমার নির্বাচনি অঙ্গীকার ছিল আমি ঘুষ-দুর্নীতি মুক্ত থাকব। আপনাদের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলব না। আমি এমন কাজ করব না যাতে এক দিন যে ব্যক্তিকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, সেই ব্যক্তিকেই আবার আস্তাকুড়ে ছুড়ে ফেলতে হয়।’

নিজের প্রতিশ্রুতির পাশাপাশি পৌরবাসীকে সুনাগরিক হওয়ার পরামর্শ দিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, ‘আপনারা বাড়ির সামনের জায়গা অপরিষ্কার করবেন না, বাড়ির সামনের নর্দমা বন্ধ করবেন না। তাহলে পৌরসভার পক্ষে সব পরিষ্কার রাখা সম্ভব হবে না। নিজেদের পরিবেশ রক্ষায় নিজেকেই ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন হেলেনা খানম, কুদ্দুসুর রহমান ও নজরুল ইসলাম মৃধা। উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম খান ও সচিব তানজিলুর রহমান।১১ বছর পর গত ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন হয়। এতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস দলের মনোনয়ন পান। দায়িত্বগ্রহণের দিন হিসেবে ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকেই বেছে নেন তিনি।

এ বিভাগের আরো খবর