বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস উল্টে ঘেরে, নিহত ২

  •    
  • ১০ জানুয়ারি, ২০২১ ১২:১৬

খুলনা থেকে সাতক্ষীরাগামী দুইটি বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘেরের পানিতে পড়ে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম রামপদ মন্ডল। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী দুইটি বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ওভারটেকের সময় সাইকেল আরোহী এক জনকে বাঁচাতে গিয়ে ব্রেক করে পেছনের বাসটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ঘেরে উল্টে পড়ে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপপরিচালক তারিক ভূঁইয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডুবন্ত বাসের মধ্য থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে। ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

এ বিভাগের আরো খবর