বিয়ে বাকি ছিল সপ্তাহ দুয়েক। সেই আমেজই ছিল বাড়িজুড়ে। কেনাকাটা হয়েছিল স্বর্ণালংকার। খরচের জন্য বাড়িতে ছিল নগদ টাকা। সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।
শুক্রবার গভীর রাতে সেই বাড়িতে হানা দেয় ডাকাত দল। লুটে নেয় বিয়ের জন্য রাখা টাকা ও স্বর্ণালংকার।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে জেলা পুলিশের কর্মকর্তারা সেই বাড়িটি পরিদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, বানাশুয়া গ্রামের সাহাপাড়ায় বাড়িজুড়ে সুনসান নীরবতা। সবার মন খারাপ।
বাড়ির কর্তা সুকুমার সাহা জানান, তার ছয় ছেলে। বড় ছেলে জীবন সাহার মেয়ে চৈতি রানী সাহার বিয়ে ১৮ জানুয়ারি। সে লক্ষ্যেই প্রস্তুতি চলছিল। বিয়ের খরচের জন্য ২ লাখ ১০ হাজার টাকা ও নাতনি চৈত্রির গয়না হিসেবে ১৩ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। একদল ডাকাত শুক্রবার রাতে এগুলো লুট করে নিয়ে গেছে।
সুকুমার সাহার মেজো ছেলে আশীষ সাহা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে দুই তলায় গিয়ে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার মাধ্যমেই ঘরের সবাইকে ডেকে তুলে জিম্মি করে ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
খবর শুনে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক।
আজিম উল আহসান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’