শীতে বনের মধ্যে খাবারের সংকটের কারণে অনেক হনুমান লোকালয়ে চলে আসে। গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামে এসেছিল এমনই একটি হনুমান। তবে মানুষের কাছ থেকে খাবার সাহায্য পাওয়ার বদলে জীবনটাই দিতে হয়েছে বন্যপ্রাণীটিকে।
শনিবার শিশু-কিশোরদের পিটুনিতে মারা পড়েছে হনুমানটি।
এই গ্রামের মিজানুর রহমান জানান, হনুমানটি শুক্রবার তার বাড়ির প্রাচীর টপকে উঠানে আসে। পরে তিনি কলা ও পানি খেতে দেন। কিছু সময় পর এটি বাড়ির পেছনের পুকুরের কাছে একটি গাছে বসলে শিশু-কিশোরদের একটি দল সেখানে যায়। ওই সময় তারা চিৎকার ও ইট-পাটকেল ছুড়লে প্রাণীটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শিক্ষক আনিসুর রহমানের বাড়ির গাছে প্রথম হনুমানটি দেখা যায়। পরে উৎসুক লোকজন প্রাণীটিকে ভয় দেখায় ও ইট-পাটকেল ছোড়ে। এরপর থেকে হনুমানটি গাছে-মাঠে পালিয়ে বেড়াচ্ছিল।
শনিবার দুপুরে লক্ষীপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুনক্ষেতে হনুমানটিকে দেখতে পায় শিশু-কিশোরদের একটি দল। পরে ওই কিশোর ও স্থানীয় যুবকরা হনুমানটিকে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক ও কষ্টদায়ক। হনুমানটি লোকালয়ে আসার খবর পেলে আগেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হতো।’
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর নিউজবাংলাকে বলেন, ‘হনুমানটি মারা যাওয়ার পর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’