চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ চার জন।
উপজেলার দর্শনা এলাকার মা ও শিশু হাসপাতাল এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী নজির আহমেদ দামুড়হুদা উপজেলার পরাণপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাতে অটোরিকশায় করে চুয়াডাঙ্গা থেকে দর্শনা যাচ্ছিলেন নজির আহমেদ। এ সময় দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশার যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। নজির আহমেদের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
অটোরিকশার অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নজিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।