হাতীবান্ধা থানার ওসি জানান, অবৈধভাবে সীমানা পেরিয়ে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার ভারতীয় ও তাদের আশ্রয় দেয়ায় এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যে শনিবার ভোরে উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকায় আমির হোসেনের বাড়িতে অভিযান চালায় ১৫ বিজিবির দইখাওয়া বিওপির সদস্যরা।
সেখানেই পাওয়া যায় ভারতীয় নাগরিক জয়নাল, আলমগীর হোসেন, রেজাউল ও তৈয়ব আলীকে। তাদের বাড়ি ভারতের কোচবিহারের শিতলকুচিতে।
ওসি জানান, ভারত থেকে গরু পাচার করে এনে ওই বাড়িতে অবস্থান করছিলেন তারা। তাদের বিরুদ্ধে মামলার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।