কক্সবাজারের রামুতে এক লাখ ইয়াবাসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে সিএনজিচালিত একটি অটোরিকশা।
বাহনটির ইঞ্জিন বক্সে করে পাচার হচ্ছিল মাদকের চালানটি।
আটক যুবকের নাম হাফেজ আহমেদ। তিনিই অটোরিকশাটি চালাচ্ছিলেন।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকায় ধরা পড়েন হাফেজ।
তার বাড়ি বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামে। তবে থাকেন কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নিউজবাংলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। ঈদগড় দিক আসা অটোরিকশাটিকে থামানো হয় সেখানেই। পরে তল্লাশি করে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপুরে ব্রিফিংকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, ‘মাদক কারবারিরা ইয়াবা পাচারে নতুন নতুন রুট বের করছে।এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অটোচালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।