বরিশালের হিজলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ধূলখোলা ইউনিয়নের ধূলখোলা গ্রামের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু মাঝি একই এলাকারই বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ কালু মাঝি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে ধূপখোলা বাজার থেকে চেয়ারম্যান বাড়ির দিকে আসার সময় জাহেদ দালাল নামের এক ব্যক্তি কালুকে ধাক্কা দেয়। ঘটনার পর তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত কালুকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।