চাঁদপুরে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. রাজু নামের ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রাজুর বন্ধু সাইফুল ও বাঁধন নামের আরও দুই কিশোর গুরুতর আহত হয়। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাজু উপজেলার পূর্ব জাফরাবাদ এলাকার ফারুক শেখের ছেলে। আহত দুই জনের বাড়িও একই এলাকায়।
রাজুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে রাজু তার অটোরিকশায় বন্ধু সাইফুল ও বাঁধনকে নিয়ে ঘুরতে বের হয়। বাড়ির ফেরার পথে পূর্ব জাফরাবাদ এলাকা পার হওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় রাজু ও তার দুই বন্ধু অটোরিকশাটির নিচে চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার জানান, ‘অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।’