বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
শনিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করে কুংতন অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার শ্রমিকরা।
তাদের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশ ও মালিকপক্ষের লোকজন এনে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়। এ সময় ১০ দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসও দেয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, তারা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। সংসার চালাতে গিয়ে ঋণ করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘পুলিশ মালিকপক্ষের লোকজন সঙ্গে কথা বলেছে। শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।’
মালিকপক্ষ আগামী ১৮ জানুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।