গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে চার জনকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের বাড়িতে আগুন দেয়ারও চেষ্টা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের উদ্ধার করে চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবার রাতে উপজেলার তরফ কামাল গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন উপজেলার তরফ কামাল গ্রামের মো. মোসলেম, একই গ্রামের আরিফ মন্ডল ও সাইফুল মন্ডল এবং বালুভরা গ্রামের রফিকুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের লাল মিয়ার দুটি ও একই গ্রামের জিন্নাত আলীর তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন তারা।’
তিনি বলেন, ‘শুক্রবার রাতে উপজেলার তরফ কামাল গ্রামে মোসলেম উদ্দিনের বাড়ি থেকে চারটি গরুসহ চার চোরকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে গ্রেপ্তার করা হয়।’
ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, ‘গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে চুরির সঙ্গে জড়িত। গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। উত্তেজিত গ্রামবাসী এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে তাদের ঘর-বাড়িতে আগুন ধরানোরও চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।’
তিনি জানান, চার জনের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে। আসামিদের গোবিন্দগঞ্জ আমলি আদালতে তোলা হবে।
গ্রেপ্তারদের পিটুনি দেয়ার ঘটনায় কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘গণপিটুনি যদিও একটি অপরাধমূলক কাজ, তবে এ ব্যাপারে এখন কোনো আইনগত পদক্ষেপ নেয়া সম্ভব হবে না। তবে এ নিয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই গ্রামবাসীদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।’