সাতক্ষীরা জেলা সদরে আগুন লেগে পুড়ে গেছে দুটি ছাপাখানা।
শুক্রবার রাত ১টার দিকে শহরের শহিদ নাজমুল সরণীর জাহান প্রিন্টিং প্রেস ও ইউনাইটেড প্রিন্টার্সে এ ঘটনা ঘটে।
ফায়াস সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ইউনাইটেড প্রিন্টার্সের অটো-প্লেট মেশিন, কম্পিউটার ও আসবাবপত্র।
এ ছাড়া জাহান প্রিন্টিং প্রেসের প্যানাসাইন মেশিন, কম্পিউটার ও আসবাবপত্রসহ অনেকগুলো যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিষ্ঠান দুটির মালিক আবু শোয়েব জানান, জাহান প্রিন্টিং প্রেসের উপরের তলায় তার ইউনাইটেড প্রিন্টার্সে শুক্রবার মধ্যরাতে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ছাপাখানার অনেক কিছুই পুড়ে গেছে।
এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।