বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক মাসে দুই একর সরকারি জমি উদ্ধার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২১ ১৮:২৭

গত নভেম্বরে হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে উপজেলার পত্তাশী বাজারের কাছে অবৈধ দখলে থাকা ৭০ শতাংশ, রেখাখালী গ্রামের বকুলতলায় ৭৯ শতাংশ ও সাউথখালী গ্রামে ৫০ শতাংশ জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেয় প্রশাসন।

অবৈধভাবে দখলে রাখা সরকারি দুই একর জমি এক মাসেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পিরোজপুরের ইন্দুরকানী প্রশাসন।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, এর পাশাপাশি তিনি পেয়েছেন ইন্দুরকানী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব।

দায়িত্ব পাওয়ার পরই তিনি সরকারি জমি উদ্ধারে মাঠে নামেন। শুরু করেন অভিযান। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ভোগদখলে থাকা ওই দুই একর জমি উদ্ধার করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে ইন্দুরকানীতে সরকারি জমি অবৈধভাবে ভোগদখল করছে স্থানীয় প্রভাবশালীরা। এসব জমি উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা।

গত নভেম্বরে হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের নেতৃত্বে উপজেলার পত্তাশী বাজারের কাছে অবৈধ দখলে থাকা ৭০ শতাংশ, রেখাখালী গ্রামের বকুলতলায় ৭৯ শতাংশ ও সাউথখালী গ্রামে ৫০ শতাংশ জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেয় প্রশাসন।

বিএস রেকর্ড অনুসারে এ জমিগুলো সরকারের নামে থাকলেও যুগের পর যুগ ধরে সেগুলো ভোগ করছেন প্রভাবশালীরা। ফলে সরকার এ থেকে হারিয়েছেন অনেক রাজস্ব।

ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার হওয়া জমিগুলো সরকারের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলে থাকা অন্য জমি চিহ্নিত করা হয়েছে, সেগুলোও উদ্ধারের কার্যক্রম চলমান আছে।

পর্যায়ক্রমে অবৈধভাবে দখলে থাকা সরকারের সব জমি উদ্ধার করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর