বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

  •    
  • ৮ জানুয়ারি, ২০২১ ১০:৩০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানকে পিকআপভ্যানের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।

উপজেলার পারকোলা নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারকোলা গ্রামের সালেকা বেগম ও কাজলী খাতুন। আহত দুই জন হলেন আনছার আলী ও মুক্তা খাতুন। তারা সবাই অটোভ্যানের যাত্রী ছিলেন।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর থেকে পাবনাগামী চিপস বোঝাই একটি পিকআপভ্যান পারকোলা থেকে শাহজাদপুরগামী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ও অটোভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আহত দুই জনকে শাহজাদপুর পোতাজিয়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিকআপভ্যানটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে শাহজাদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর