কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ হাজার ইয়াবসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৬।
এ তথ্য বৃহস্পতিবার গভীর রাতে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন এপিবিএন-১৬-এর অধিনায়ক তরিকুল ইসলাম।
আটক দম্পতি হলেন উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক ডি-১-এর বাসিন্দা মৌলভী শামছুল আলম ও তার স্ত্রী ছখিনা বানু।
এপিবিএন-১৬-এর অধিনায়ক তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া তাজনিমারখোলা ১৯ নম্বর শিবিরের শামছুল আলমের বাসায় অভিযান চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক তরিকুল।