বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু হত্যার অভিযোগে কিশোর আটক

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ২৩:০৯

পুলিশ জানায়, খাদিজার পরিবারের অভিযোগ যে বৃহস্পতিবার বিকেলে ওই কিশোর খাদিজাকে কোলে নিয়ে দোকানে যায়। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি।

পাবনার চাটমোহরে এক কিশোরের বিরুদ্ধে দুই বছরের মেয়েশিশুকে হত্যার অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সজীব শাহরীন নিউজবাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুটির নাম খাদিজা খাতুন। সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। ওই গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

এএসপি সজীব শাহরীন জানান, খাদিজার পরিবার তার কাছে অভিযোগ করে যে বৃহস্পতিবার বিকেলে ওই কিশোর খাদিজাকে কোলে নিয়ে দোকানে যায়। এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যায়নি।

সন্ধ্যায় খাদিজার মরদেহ উদ্ধারের খবরে সেখানে গিয়ে খুঁজে বের করা হয় ওই কিশোরকে।

খাদিজার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা তাকে জানিয়েছেন যে কিশোরটি মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো খবর