বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার ইউপি সদস্য, গ্রেপ্তার দুই

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ২১:৫৫

গত বুধবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পথে শহরতলীর মেরিল বাইপাস রোড এলাকা থেকে কোবাদ আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাঁচ থেকে ছয় জন।

পাবনায় অপহরণের ছয় ঘণ্টা পর একটি বাগান থেকে সুজানগর উপজেলার ইউপি সদস্য কোবাদ আলী ব্যাপারীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

কোবাদ আলী সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য।

জেলা পুলিশ সুপার বলেন, গত বুধবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পথে শহরতলীর মেরিল বাইপাস রোড এলাকায় রিকশায় থাকা কোবাদ আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাঁচ থেকে ছয় জন।

পরে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কোবাদের স্বজনরা ঘটনাটি পুলিশ সুপারকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার জানান, অভিযানে পাবনা সদরের চর আশুতোষপুর বাজারের কাছে একটি মেহগনি গাছের বাগান থেকে বুধবার রাতে উদ্ধার করা হয় কোবাদকে। ঘটনাস্থল থেকেই আটক করা হয় মো. মামুন ও আসাদুল্লাহ তুষার নামে দুই জনকে।

পুলিশ সুপার মহিবুল বলেন, তারা পেশাদার অপরহণকারী। অপহরণের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

এ বিভাগের আরো খবর