সাভারে বাসের চাপায় এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার বিন হাসান (১৯) সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি সাভার বেপজা পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ওই তরুণ মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, ‘ওয়্যায়লেসের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে হানিফ পরিবহনের চাপায় ওই শিক্ষার্থীর মরদেহ পাই। এ সময় স্থানীয়দের সাহায্যে বাসটি জব্দ করা হয়। বাসচালক পালিয়ে গেছেন।’
তিনি জানান, মরদেহ সাভার হাইওয়ে থানায় রয়েছে।