ঝিনাইদহে বিএনপির ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশি বাধার মুখে নেতা-কর্মীরা সেখানে মানববন্ধন করতে পারেননি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করতে চেয়েছিলেন তারা।
তবে বরিশাল ও চাঁদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেছেন।
সকালে ঝিনাইদহে শহরের এইচএসএস সড়কে বিএনপির জেলা কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১ টার দিকে মানবন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে কিছুসংখ্যক নেতা-কর্মী দাঁড়াতে গেলে পুলিশ ব্যানার কেড়ে নেয়।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এম মজিদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়ানোর আগেই নেতা-কর্মীদের চলে যেতে বলে পুলিশ। আমরা কয়েক জন নেতা-কর্মী ব্যানার নিয়ে দাঁড়ানো চেষ্টা করলে, তারা ব্যানারও কেড়ে নেয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ একটি কর্মসূচিও করতে দিল না পুলিশ।’
এদিকে পৃথক মানববন্ধন করেছে জাতীয়তাবাদী বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা বিএনপি।
দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আউয়ালের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনিসহ অনেকে।
এদিকে সদর উপজেলা বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আ. ছালাম রাঢ়ি ও এস এম মোখলেচুর রহমান।
বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা বিএনপির মানববন্ধন। ছবি: নিউজবাংলা
অন্যদিকে বিকেলে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেএম সেনগুপ্ত রোডে মানববন্ধন করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘সরকার মনে করে তাদের প্রশাসন থাকলেই হবে, জনগণের প্রয়োজন নেই। ভোটের আগে বলেছেন ১০ টাকা কেজি চাল দিবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি এর উল্টো। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামে ঊর্ধ্বগতি।’
তিনি বলেন, ‘ভোট চোর সরকার দেশবাসীর কোনো খবর রাখে না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত আছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের সাথে প্রতারণা।’
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সলিম উল্যা সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।