বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের মানুষের কাছে আস্থার আরেক নাম র‍্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ৭ জানুয়ারি, ২০২১ ১৯:৩৬

‘র‍্যাবের অভিযানের ফলেই ২০১৮ সালের ১ নভেম্বরে প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের উপকুলীয় অঞ্চল বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়ার জলদস্যুরাও আত্মসমর্পণ করেন।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) অভিযানে গত এক বছরে তিনশর বেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে; ধর্ষণ- মাদক মামলার ১১ হাজারের বেশি আসামি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গাইবান্ধার বালাসীঘাটে বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘র‍্যাব সেবা সপ্তাহ’ শীর্ষক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘র‍্যাবের অভিযানের ফলেই ২০১৮ সালের ১ নভেম্বরে প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের উপকুলীয় অঞ্চল বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়ার জলদস্যুরাও আত্মসমর্পণ করেন।’

‘গত বছর দেশের চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ মামলার তিন শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ছাড়া মানবপাচার, সাইবার ক্রাইম, গুজব রটনাকারী, প্রশ্নপত্র জালিয়াতি চক্রের হোতাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে র‍্যাব।’

করোনাকালে র‍্যাবের ভূমিকার প্রশংসায় মন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক বিতরণের পাশাপাশি নকল মাস্ক ব্যবসায়ীদের আইনের আওতায় এনেছে সংস্থাটি।

মন্ত্রী জানান. ‘র‍্যাব সেবা সপ্তাহ’-এর মাধ্যমে এতিম শিশুদের খাদ্য সরবরাহ, বৃক্ষরোপণ, প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচীসহ নানা সামাজিক কাজ করেছে র‍্যাব।

তিনি বলেন, ‘দেশের মানুষের আস্থার আরেক নাম র‍্যাব। তারা মানুষের মন জয় করায় আজ প্রশংসনীয়।’

এ বিভাগের আরো খবর