সাভারের আশুলিয়ায় ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন নিউজবাংলাকে নিউজবাংলাকে জানান, স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে জানান যে পলাশবাড়ী এলাকায় ড্রেনের ভেতর একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার পরিদর্শ (তদন্ত) আব্দুর রশিদ জানান, নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল অর্ধেক করে কাটা রয়েছে। তবে এটি জন্মগত কিংবা দুর্ঘটনার কারণেও হতে পারে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।