দিনাজপুরের চিরিরবন্দরে বিয়ে না দেয়ায় সোহেল রানা নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।
বৃহস্পতিবার সকালে উপজেলার অমরপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রাম থেকে পুলিশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
মৃত সোহেল রানা (১৭) ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার পরিবারের বরাত দিয়ে জানান, সোহেল বেশ কয়েক মাস ধরে বাবা-মার কাছে নিজের বিয়ের জন্য বায়না ধরে আসছিল। কিন্তু উপযুক্ত বয়স না হওয়ায় তারা তাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান।
বুধবার সন্ধ্যায় এ নিয়ে সোহেল বাবা-মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়।
পড়ে গভীর রাতে এলাকাবাসী সোহেলের বাড়ির পাশের একটি জাম গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানায়।
সোহেলের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।