যশোরের মণিরামপুরে আব্দুল জলিল বিশ্বাস নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ঝাঁপা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি মাটিচাপা দেয়া ছিল।
আব্দুল জলিলের বাড়ি ওই গ্রামেই। গ্রামের খালিয়া মোড়ে তার চা দোকান রয়েছে। ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, ভোরে খেজুরের রস পাড়তে যাওয়ার সময় আবু তালেব নামের এক ব্যক্তি তার বাড়ির অদূরে রাস্তার পাশে ধানক্ষেতে মাটিচাপা দেয়া মরদেহের কিছু অংশ বাইরে বের হয়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে আসেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পরিদর্শক শিকদার মতিয়ার রহমান ও রাজাগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহজাহান আহমেদ।
আব্দুল জলিলের স্ত্রী শাহিদা বেগম জানান, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে চা দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।
কারও সঙ্গে আব্দুল জলিলের শত্রুতা ছিল কি না তা জানাতে পারেননি শাহিদা বেগম।
ঝাঁপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল হক মন্টু জানান, গ্রামে কারও সঙ্গে আব্দুল জলিলের শত্রুতা ছিল না।
মণিরামপুর থানার পরিদর্শক মতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। মরদেহের কপালে কোপের চিহ্ন রয়েছে।
মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।