গোপালগঞ্জ সদর উপজেলায় মধুমতীর শাখা নদীর একটি সেতুর নিচ থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের লেকপাড় সেতুর নিচ থেকে দুলু মোল্লা নামের ২৫ বছরের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শহরের মৌলভীপাড়া লেকপাড়ের সেতুর নিচে ওই যুবকের মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে জানালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, দুলুর পরিবার গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় ভাড়া বাড়িতে থাকেন। শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।