বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি ঘর পুড়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা ইনসটিউট সংলগ্ন জিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন কর্মকর্তা মো. সজিব বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বলা যাচ্ছে না। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ছয়টি ঘরের প্রায় সবকিছু পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এখন পর্যন্ত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ঘরগুলোর মালিকের দাবি, ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাকি ঘরগুলোতে।