খাগড়াছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নুসরাত জাহান নামে এক তরুণী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় তার মা তৈয়বা বেগমসহ আহত হয়েছে আরও পাঁচ জন। তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড় ব্রিজ এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহানের বাড়ি মাটিরাঙ্গা উপজেলা সদরে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম আবছার নিউজবাংলাকে জানান, অটোরিকশাটি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটির দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, আহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনার পরই ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।