মানিকগঞ্জ সদর উপজেলায় শনিরাম নামের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শনিরাম মালো (৩২) সদরের আটিগ্রাম ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, শনিরাম মানিকগঞ্জ শহরের একটি হোটেলের কর্মচারী ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালে বাড়ির কাছে খেতের মধ্যে তার মরদেহ দেখে স্বজন ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, শনিরামের শরীরে, মাথায়, কোমরে ও হাতে ধারোলো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।