বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মোতাহার উদ্দিন। সকালে তাকে নাশতা খাওয়ার জন্য ডাকতে গেলে তিনি সাড়া দেননি।
পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিন আর নেই।
বুধবার সকালে ৭৫ বছর বয়সে তিনি খালিশপুর কোহিনূর মোড় এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে আতাহার টিটো।
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মোতাহার উদ্দিন। সকালে তাকে নাশতা খাওয়ার জন্য ডাকতে গেলে তিনি সাড়া দেননি।
তিনি আরও জানান, খালিশপুর প্লাটিনাম জুট মিল কলোনি ফুটবল মাঠে জানাজা শেষে তাকে নগরীর খালিশপুর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।
তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।