বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালিশ করতে গিয়ে মাতবর নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জানুয়ারি, ২০২১ ১৫:৫০

তামাক বিক্রির টাকা নিয়ে হারাগাছের চাঁন মিয়া ও পার্শ্ববর্তী মিলন বাজার এলাকার মজিবর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুল হালিমকে মাতবর করে দ্বিতীয় সালিশ বসে।

রংপুরের হারাগাছ পৌর এলাকায় তামাক বিক্রির পাওনা টাকার সালিশ করতে গিয়ে আব্দুল হালিম (৫৫) নামে এক মাতবর নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হারাগাছের টাংরির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিমের বাড়ি হারাগাছের মিলন বাজার এলাকায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন হালিমের ছেলে শাহিনুর ইসলাম।

তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম জানান, তামাক বিক্রির টাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই হারাগাছের চাঁন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মিলন বাজার এলাকার মজিবর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। দুই মাস আগেও এ বিষয়ে একটি সালিশ হয়। ওই সালিশেই মঙ্গলবার চানঁ মিয়াকে টাকা দেয়ার কথা ছিল মজিবরের। সেই টাকা দেয়া-নেয়ার জন্য টাংরির বাজার এলাকায় একটি সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে প্রধান মাতবর ছিলেন আব্দুল হালিম।

ওসি রেজাউল আরও জানান, বৈঠকে চাঁন মিয়ার সঙ্গে মজিবর রহমানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় মজিবর ও তার লোকেরা হালিমকে মারধর করলে সেখানেই তার মৃত্যু হয়। আহত হয় আরও চার/পাঁচ জন। তাদের উদ্ধার করে হারাগাছ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও লালমনিরহাট জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর