বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রলিচাপায় গেল প্রাণ

  •    
  • ৬ জানুয়ারি, ২০২১ ১৩:২৩

ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলটির পালং উত্তর বাজার মোড়ে এলে এক পথচারী সড়কের মাঝ বরাবর চলে আসে। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রলির নিচে পড়ে যায় মোটরসাইকেলটি।

শরীয়তপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।

শরীয়তপুর-মাদারীপুর সড়কের পালং উত্তর বাজার এলাকায় বুধবার সকাল নয়টার দিকে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলের চালক বিজয় দত্তের বাড়ি নোয়াখালী জেলায়। আহত হাবিবুর রহমান ফরিদপুর জেলার বাসিন্দা। তারা শরীয়তপুরের সিটি টাইলস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, সংগৃহীত ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলটির চালক উত্তর দিকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পালং উত্তর বাজার মোড়ে এলে এক পথচারী সড়কের মাঝ বরাবর চলে আসে। ওই পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রলির নিচে পড়ে যায় মোটরসাইকেলটি।

দুর্ঘটনার শিকার দুই জনকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।

ওসি আরও জানান, ট্রলিটি জব্দ ও চালক সোহাগকে আটক করেছে পুলিশ।

এ বিভাগের আরো খবর