নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পরিদর্শক রুপম কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
প্রেপ্তার আশরাফ উদ্দিনের বাড়ি উপজেলার রামনগর পাগলার মোড়ে কাঁচা রাস্তা এলাকায়।
পরিদর্শক রুপম কুমার জানান, মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ উপজেলার রায়পুরা থানা এলাকায় এ অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারির কাছে থাকা ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আশরাফের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদি হয়ে রায়পুরা থানায় আরও একটি মামলা করা হয়েছে।