টাঙ্গাইলের বাসাইলে আগুন লেগে পুড়ে গেছে চলন্ত একটি পাজেরো গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার বাঐখোলা সিএনজি পাম্প এলাকায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক শহিদুজ্জামান তপনের বাড়ি বাসাইলের বালিনা গ্রামে। তিনি ঢাকার গুলশানে থাকেন।
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ নিউজবাংলাকে জানান, তপন ও তার ভাই শরিফুল ইসলাম বালিনা গ্রাম থেকে পাজেরো গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি ওই এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত নেমে যাওয়ায় তপন ও শরিফুল হতাহত হননি।
ইশতিয়াক আরও জানান, টাঙ্গাইল ও বাসাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি পুরো পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ধারণা, গাড়ির চাকার ত্রুটির কারণে আগুন লেগেছে।