গাইবান্ধার সুন্দরগঞ্জে হাত থেকে মাটিতে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।
উপজেলার কচিম বাজার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম কারিউল ইসলাম। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের লালচামার গ্রামে। সে মাটিকাটা শ্রমিক হিসেবে কাজ করত।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোখলেছুর রহমান সরকার নিউজবাংলাকে জানান, মঙ্গলবার সকাল থেকেই কচিম বাজারের পাশে কারিউলসহ কিছু শ্রমিক মাটি কাটার কাজ করছিল। মাটি কেটে ট্রাক্টরে তোলার পর কারিউলের হাত থেকে চাকার সামনে মোবাইল ফোন পড়ে যায়। তুলতে গেলে ট্রাক্টরটিও চলতে শুরু করে তার গায়ের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
কিশোর নিহতের ঘটনায় এলাকাবাসী ট্রাক্টরটিতে আগুন জ্বালিয়ে দেয়। ছবি: নিউজবাংলা
পরিদর্শক আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটিতে আগুন জ্বালিয়ে দেয়। এতে ট্রাক্টরটির ইঞ্জিনসহ সামনের অর্ধেক অংশ পুড়ে যায়।
পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।