প্রভাবশালী অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ অভিযোগ, ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দলের ১০ প্রার্থী একত্রিত হয়ে যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দেন। পরে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রধানের মনোনয়নের জন্য আবেদন জানান। কিন্তু প্রভাবশালী অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপে জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান।
সমাবেশে বিক্ষোভকারীরা সনির মনোনয়ন বাতিলের দাবি জানান।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ যুগ্ম সম্পাদক বেলায়েত আলী বিল্লু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক সোহেল হাসান শাহীনসহ আরও অনেকে।