নারায়ণগঞ্জের তারাব পৌর নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি লঙ্ঘন করায় তিনটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর চারটি অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারণ করেছে রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার বিকেলে পৌর সভার ৭, ৮ ও ২ নম্বর ওয়ার্ডে মনিটরিং করার সময় ক্যাম্প গুলো ভেঙে দেয়া হয়।
তারাব পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান নিউজবাংলাকে জানান, তারাব পৌর নির্বাচনে প্রচারের জন্য অবৈধভাবে ৭নং ওয়ার্ডে দুটি, ৮নং ওয়ার্ডে একটি ও ২নং ওয়ার্ডে একটিসহ চারটি অবৈধ ক্যাম্প বানানো হয়েছিল। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তা অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, তারাব নির্বাচনে ২৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী লড়ছেন। তবে কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। পৌরসভাটির নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নারী প্রার্থী হাসিনা গাজী।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক স্বপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা বিলকিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জানুয়ারি ইভিএমে পৌরসভায় ভোট নেয়া হবে। তারাব পৌরসভার মোট ভোটার ৮৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ১৫১, নারী ভোটার ৪১ হাজার ১১৮ জন।