বরিশালে অস্ত্র ও মাদক আইনে করা দুটি মামলায় এক ব্যক্তিকে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির জানান, দণ্ডপ্রাপ্ত বেলায়েত মাতুব্বর বিল্লাল গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২০১৯ সালের ২৪ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে আটক করে র্যাব সদস্যরা।
তার দেয়া তথ্যের ভিত্তিতে, ঘরে থাকা ওয়ারড্রোবের নিচের ড্রয়ার থেকে একটি কালো রঙের পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি ও ৬ রাউন্ড কার্তুজ, একটি ১৬ ইঞ্চি লম্বা দাঁ এবং দেড় শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পর দিন র্যাব ৮ এর ডিএডি একে এম আবু হোসেন শাহরিয়ার বাদি হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও গুলি রাখার জন্য একটি এবং মাদক রাখার জন্য আরেকটি মামলা দায়ের করেন।
তদন্তে সত্যতা পেয়ে থানার এস আই আবুল বাশার মোল্লা ২০১৯ সালের ২৮ নভেম্বর দুটি মামলায় বিল্লালের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত বিল্লালকে অস্ত্র রাখায় ১০ বছরের কারাদণ্ড, গুলি ও কার্তুজ রাখায় ৭ বছরের কারাদণ্ড এবং মাদক মামলায় দেড়শ বোতল ফেন্সিডিল রাখায় ১৫ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় পলাতক থাকায় বিল্লালের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।