বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কের কাজ না করে অর্থ উত্তোলনের অভিযোগ

  •    
  • ৫ জানুয়ারি, ২০২১ ২১:০৫

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, ‘এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিব।’

সড়ক সংস্কার না করেই বরাদ্দের টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে।

অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুস সালাম। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলেছেন চেয়ারম্যান হাবিবুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগে ওয়ার্ড সদস্য আব্দুস সালাম বলেন, কোনো কাজ না করেই তার ওয়ার্ডে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের নামে প্রকল্পের টাকা উত্তোলন করেছেন হাবিবুর রহমান। অথচ প্রকল্পের বিষয়ে সালাম কিছুই জানতেন না। তিনি দাবি করেন ওই প্রকল্পের কোন কাজই করা হয়নি।

এই অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘গ্রামীণ সড়ক সংস্কারের ওই প্রকল্পটি ২০১৭-২০১৮ অর্থ বছরের। সেই সময়েই সংস্কার কাজ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য হিসাবে সালাম প্রকল্পের সভাপতি ছিলেন। এখন তিনি যে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন। তারা কেন এখন এই সব অভিযোগ করছে বুঝতে পারছি না।’

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, ‘এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিব।’

এ বিভাগের আরো খবর