চুয়াডাঙ্গায় ইটের পরিমাপ কারচুপি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩টি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বড়শলুয়া ও নয় মাইল এলাকায় ওই অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, ইটের পরিমাপ ঠিক না থাকায় ও ইটের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৮ ধারায় মেসার্স কে এস বি ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স সততা ব্রিকসকে ৬০ হাজার টাকা ও মেসার্স এইচ বি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের মালিকদের এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও জেলা পুলিশের একটি টিম।