বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রামীণফোনের কর্মীকে গুলি, টাকা ছিনতাই

  •    
  • ৫ জানুয়ারি, ২০২১ ১৯:২৯

মানিকগঞ্জ গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর জানান, দুপুরে মোটরসাইকেলে করে গোলাইডাঙ্গা থেকে জামসা যাওয়ার সময় অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী লিটনের গতি রোধ করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা লিটনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পর দুর্বৃত্তরা লিটনের বাম ও ডান পায়ের হাটুতে তিনটি গুলি করে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্রামীণফোনের এক কর্মীর পায়ে গুলি করে টাকা ও মালামাল ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সিঙ্গাইর উপজেলার জামসা পৌরসভায় এ ঘটনা ঘটে।

আহত লিটন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকার বাসিন্দা। তিনি সিঙ্গাইর উপজেলার জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় গ্রামীণফোনের ক্র্যাচকার্ড ও সিম বিক্রয় প্রতিনিধি।

মানিকগঞ্জ গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর ফিরোজ আলম জানান, দুপুরে মোটরসাইকেলে করে গোলাইডাঙ্গা থেকে জামসা যাওয়ার সময় অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী লিটনের গতি রোধ করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা লিটনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে দুর্বৃত্তরা লিটনের বাম ও ডান পায়ের হাঁটুতে তিনটি গুলি করে ব্যাগে থাকা ৭৬ হাজার টাকা, ১০ হাজার টাকার সিমকার্ড ও ৫০ হাজার টাকার লোডের সিম নিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা লিটনকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারহানা কবির জানান, লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর