ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে ২০ জন অসুস্থ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।যাত্রীবাহী ট্রলারের মাঝি মো. আলাউদ্দিন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে মনপুরার মাস্টার ঘাট থেকে প্রায় শতাধিক যাত্রী ও কয়েকটি গবাধি পশু নিয়ে নোয়াখালী জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। বেলা ১২টার দিকে মনপুরা হাজিরহাটের ল্যান্ডিং স্টেশন ঘাট এলাকায় পৌঁছালে ইসলাম মাঝির একটি সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবোঝাই ট্রলারটির একপাশ ভেঙে গিয়ে নদীতে ডুবে যায়। পরে ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসে। স্থানীয়দের সহায়তায় ট্রলারে থাকা গবাধি পশুগুলোকেও উদ্ধার করা হয়।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ডুবে যাওয়া ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অসুস্থ ২০ জন যাত্রীকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।