লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কৃষি গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে শুরু হওয়া আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চার ইউনিট।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, ‘ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।
গোডাউন কর্তৃপক্ষ জানিয়েছে, গুদামের ভেতরে ট্রাক্টর, মোটরসাইকেল, পুরাতন কিছু কাগজ পত্র, ফসলের বীজসহ নানা ধরণের কৃষিজ পণ্য ছিল। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা।