বাসি ঝোলা গুড়, চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে মানিকগঞ্জে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় দশ মণ ভেজাল গুড় নষ্টও করেছে সংস্থাটি।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. শিমুল মিয়া, রমজান আলী ও ককেল মিয়া।
মঙ্গলবার ভোরে হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ও হাপানিয়া এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘কিছু গাছি ও ব্যবসায়ী বাসি ঝোলা গুড়, চিনি ও চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে এমন খবরে হরিরামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির মালামালসহ তিন জনকে আটক করা হয়।’
তিনি জানান, ভবিষ্যতে আর ভেজাল গুড় তৈরি না করার শর্তে মুচলেকা দিয়েছেন তারা। উদ্ধার দশ মণ ভেজাল গুড় নষ্ট করা হয়েছে।