বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাওয়ারট্রলির চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জানুয়ারি, ২০২১ ২২:৩৮

দুপুরে বাইসাইকেল চড়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল হাকিম। দুর্গাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই পাওয়ারট্রলির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ারট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারট্রলির চাকায় পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের দূর্গাপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল হাকিম (৪৩) একই উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত নুরু ফরাসির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাইসাইকেল চড়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল হাকিম। দুর্গাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই পাওয়ারট্রলির সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ারট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হাকিম। পরে পাওয়াট্রলি ও এর চালককে আটক করেও ছেড়ে দেন স্থানীয়রা।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাওয়াট্রলি ও এর চালককে ছেড়ে দেন স্থানীয়রা। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কোনো অভিযোগ থাকলে নিহতের মরদেহ ময়না তদন্ত করা হবে। অন্যথায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হবে।

এ বিভাগের আরো খবর