বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল আহাদ। একপর্যায়ে পুকুরে পড়ে যায় সে।
জামালপুরে পুকুরে ডুবে আহাদ নামে ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান গ্রামে সোমবার বিকেলে দুর্ঘটনা ঘটে।
আহাদ মহাদান গ্রামের কৃষক স্বপন মিয়ার ছেলে।
আহাদের চাচা জুলহাস উদ্দিন নিউজবাংলাকে জানান, বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল আহাদ। একপর্যায়ে পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না তাকে। এক সময় পুকুরের পানিতে ভাসতে দেখা যায় আহাদকে।
পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।