সুনামগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একটি অপহরণ মামলায় ৪ জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া দণ্ডপ্রাপ্ত ধর্ষনকারী তিনজকে এক লাখ টাকা করে জরিমানা ও অপহরণ মামলায় ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
ধর্ষণ মামলাগুলোর দুজন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন ।
এরা হলেন, দিরাই উপজেলার জগদল গ্রামের আব্দুল বাতির ওরফে বাতেন ও জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের সুমন মিয়া ওরফে স্বপন।
ধর্ষণ মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামির নাম কাঞ্চন বিশ্বাস। তার বাড়ি ছাতক উপজেলার গনক্ষাই গ্রামে ।
অপহরণ মামলায় ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলো ছাতক উপজেলার আইন্দারগাঁও গ্রামের জালাল উদ্দিন, হেলাল উদ্দিন, সজল মিয়া ও অজুদ মিয়া।