রাজশাহীতে মদ পান করে ছয় জনের মৃত্যুর ঘটনায় ভেজাল মদ তৈরির অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস সোমবার এ কথা জানিয়েছেন।
নগরীর হোসেনীগঞ্জ এলাকায় গত শুক্রবার রাতে কয়েক জন মদ পান করেন। তাদের মধ্যে কয়েক জনের বমি ও শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
সেখানে শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়। তারা নগরীর বিভিন্ন এলাকা ও বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন।
আরএমপির অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল নিউজবাংলাকে জানান, মদ পানে মৃত্যুর ঘটনা জানার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অবৈধ মদ উদ্ধারে অভিযান চালায়।
অভিযানে শনিবার রাতেই নগরীর বিভিন্ন এলাকা থেকে পরিমল সিং, বাপ্পা সিং, মো. সাজু ও ইফতেখার হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও সরঞ্জাম।
আসামিদের কাছ থেকে জব্দ ভেজাল মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম। ছবি: নিউজবাংলা
গোলাম রুহুল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদেশি মদের সঙ্গে রেক্টিফায়েড স্পিরিটিসহ কিছু উপকরণ মিশিয়ে বিক্রির কথা স্বীকার করেন ওই চার জন। বেশি লাভের আশায় এক বোতল বিদেশি মদ থেকে কয়েক বোতল মদ তৈরি করে বিক্রি করেছিলেন তারা।
এরপর তাদের ছবি তুলে হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যক্তিদের দেখালে তারা তাদের মদ বিক্রেতা হিসেবে শনাক্ত করেন।
বোয়ালিয়া থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সোমবার তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে কোনো মামলা হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।