কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় র্যাব-১৫-এর ল্যান্স নায়েক তরিকুল ইসলাম নিহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন কাউসার নামে আরেক র্যাব সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপুরী হাইওয়ের থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ।
কক্সবাজার র্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান নিউজবাংলাকে জানান, টেকনাফ হোয়াইক্যংয়ের র্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যাচ্ছিল র্যাবের একটি দল। মোটরসাইকেলে থাকা ল্যান্স নায়েক তরিকুল ও কাউসারকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন কাউসার। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য কাউসারকে হেলিকপ্টারে করে ঢাকা নেয়া হয়।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।
তিনি আরও জানান, তরিকুলের মরদেহের সুরতহাল শেষে তার প্রথম জানাজা কক্সবাজার এয়ারপোর্টে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহটি তার নিজ বাড়ি ফেনী নেয়া হয়।