নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দাবি জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল মালেক উকিল প্রধান সড়কে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
পাশাপাশি আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা অনুযায়ী সাংগঠনিক ব্যক্তিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ছাত্র সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের, আওয়ামী লীগ নেতা মিথুন ভট্ট, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট।
সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান।
সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা এই সমাবেশস্থলে আসেন। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।